তুরস্ক সরকারের নতুন নির্দেশ: সব স্কুলে মসজিদ থাকতে হবে

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে মসজিদ থাকা বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে তুরস্ক সরকার। শনিবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সব স্কুলে মসজিদের পাশাপাশি ওজুর স্থানও থাকতে হবে।
এছাড়া ডাইনিং রুম, প্রশাসনিক কার্যালয়, ক্যান্টিন, রান্নাঘর, আর্কাইভ কক্ষ, যথেষ্ট পরিমাণ টয়লেট ইত্যাদি থাকারও নির্দেশনা দেয়া হয়েছে।


তুরস্কের কথিত সেকুলার সংবিধান অনুযায়ী জনপরিসরে ধর্মের ব্যবহার বা ধর্ম পালনের সুযোগ দেয়া হতো আগের সরকারগুলোর আমলে। এরদোগান প্রেসিডেন্ট হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে থাকে। সর্ব শেষ স্কুলে মসজিদ বা নামাজের জায়গা স্থাপনের সরকারি এই সিদ্ধান্ত দেশটির সেকুলার অংশকে ক্ষুব্ধ করতে নিশ্চিতভাবেই।
নির্দেশনা জারির পরপরই একাধিক সংগঠন এর নিন্দা করেছে। শিক্ষকদের একটি সংগঠন এই উদ্যোগকে ধর্মনিরপেক্ষতার বিরোধী বলে অভিহিত করেছে।সূত্র: ইউরোনিউজ।

 

Check Also

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ ঘোষনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।