নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে: কাদের

নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে: কাদের ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল ফিতর পরবর্তী পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আগামী নির্বাচনে ভোটের সাত দিন আগে সেনাবাহিনী মোতায়েনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাবির প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, তার শাসন আমলে নির্বাচনগুলোয় তিনি যেভাবে সেনাবাহিনী নিয়োগ করেছিলেন আমরাও সেভাবেই করবো। তিনি নিজে যেটা প্র্যাকটিস করেননি, সেটা করতে অন্যকে চাপ দেন কীভাবে?

তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করলে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে সেনা মোতায়ন করবে। নির্বাচন কমিশনের নির্দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

সুইস ব্যাংকে বাংলাদেশি কাদের টাকা রাখা আছে তাদের নামের তালিকা প্রকাশে খালেদা জিয়ার দাবি বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তারেক-কোকোর কেচ্ছা কাহিনী শুধু দেশে নয় সারা পৃথিবীর মানুষ জানে। এফবি আই, সিঙ্গপুরের আদালত, যুক্তরাষ্ট্রের আদালত দ্বারা তা প্রমাণিত। আমাদের এ ধরনের কোনো রেকর্ড নেই।

সড়ক দুর্ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, স্টিয়ারিং সিটে বসলেই চালকরা দিগ্বিজয়ী আলেকজান্ডার হয়ে যান, তারা কখনো খাদে কখনো খালে দিয়েও গাড়ি চালিয়ে দেয়।

তিনি বলেন, মালিক শ্রমিক নেতারা একাধিক বৈঠকে স্বীকার করেছেন দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গাড়ি চালানো।

ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও পথচারীরা তা ব্যবহার না করায় শহর গুলোতে দুর্ঘটনায় মানুষ নিহত হচ্ছে বলেও জানান তিনি।

Check Also

হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক

গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।