ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে মসজিদ থাকা বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে তুরস্ক সরকার। শনিবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সব স্কুলে মসজিদের পাশাপাশি ওজুর স্থানও থাকতে হবে।
এছাড়া ডাইনিং রুম, প্রশাসনিক কার্যালয়, ক্যান্টিন, রান্নাঘর, আর্কাইভ কক্ষ, যথেষ্ট পরিমাণ টয়লেট ইত্যাদি থাকারও নির্দেশনা দেয়া হয়েছে।
তুরস্কের কথিত সেকুলার সংবিধান অনুযায়ী জনপরিসরে ধর্মের ব্যবহার বা ধর্ম পালনের সুযোগ দেয়া হতো আগের সরকারগুলোর আমলে। এরদোগান প্রেসিডেন্ট হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে থাকে। সর্ব শেষ স্কুলে মসজিদ বা নামাজের জায়গা স্থাপনের সরকারি এই সিদ্ধান্ত দেশটির সেকুলার অংশকে ক্ষুব্ধ করতে নিশ্চিতভাবেই।
নির্দেশনা জারির পরপরই একাধিক সংগঠন এর নিন্দা করেছে। শিক্ষকদের একটি সংগঠন এই উদ্যোগকে ধর্মনিরপেক্ষতার বিরোধী বলে অভিহিত করেছে।সূত্র: ইউরোনিউজ।