মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১০৪০ জন বিদেশি শ্রমিক আটক। আটকদের মধ্যে ৫১৫ জন বাংলাদেশি

ক্রাইমবার্তা ডেস্করিপোর্টঃ
মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধানের ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় শনিবার রাত ২টায় ই-কার্ড প্রোগ্রাম নিবন্ধনের শেষ সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান।
রাজধানী কুয়ালালামপুর, পেরাক, জোহর বারু, কোতা বারু, কেলান্তান, কেদাহ, আলোর সেতার, মালাকা সহ প্রত্যন্ত প্রদেশে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১ হাজার ৪০ জন অবৈধ বিদেশি শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

অবৈধ শ্রমিক ছাড়াও ১৭ জন মালিককে আটক করা হয়েছে। সবাইকে শতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। এ সাঁড়াশি অভিযানে বৈধ-অবৈধ বিদেশি শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কেউ-কেউ অভিযানের ভয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন।

এদিকে দি মাস্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (এম বি এ এম) সরকারের কাছে ই-কার্ড করার সময় ১৫ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত বৃদ্ধির জন্য আবেদন করেছে।

অ্যাসোসিয়েশন বলেছে, বিদ্যমান সমস্যার সমাধান এবং ধীরগতি প্রক্রিয়া থেকে বের হয়ে সহজ ও দ্রুত ই-কার্ড করতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে সহযোগিতা করবে। তারা আশা করে ই-কার্ড করার প্রক্রিয়া সহজ করা হলে নিয়োগকর্তারা অবৈধ কর্মীদের ই-কার্ড করতে উদ্বুদ্ধ হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ করন ই-কার্ড প্রক্রিয়া। এ প্রক্রিয়া ৩০ জুন শেষ হতে না হতেই শুরু হয়েছে সাঁড়াশি অভিযান।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।