‘এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া আত্মহত্যার শামিল’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া আত্মহত্যার শামিল। আত্মহত্যা যারা করে, জনগণ তাদের দিকে তাকায় না। তাই সরকারের অধীনে নির্বাচন নয়।

রোববার সন্ধ্যায় নরসিংদীর চিনিশপুর বিএনপির কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সদস্য মরহুম সেলিম মিয়ার মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কারো সলা-পরামর্শে নির্বাচনে যাওয়া ঠিক হবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আর বিএনপি ক্ষমতায় আসার পরই গণতন্ত্র প্রতিষ্ঠত হয়েছিল।

তিনি বলেন, এর আগে একদলীয় শাসন ছিল। তাই আমাদের প্রথম কাজ এই সরকারকে পতনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। একই সঙ্গে গণতন্ত্রের লড়াই, সত্যের লড়াই ও মানুষের অধিকারের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে স্মরণ সভায় সাবেক মহিলা এমপি রোকেয়া আহাম্মেদ লাকী,জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার,মনোহররদী উপজেলা বিএনপির আহ্বায়ক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ বিএনপি ও অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।