শাহ আলম,কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নরদহি এলাকা থেকে গত রবিবার গভীর রাতে ৪ জুয়ারোকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন।
কালিহাতী থানার এসআই জুলফিকার আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রায়হান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নরদহি গ্রামের নজরুল ইসলামের বাড়ী থেকে জুয়া খেলার সময় ৪ জুয়ারো গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা নরদহি গ্রামের কালাচানের ছেলে নজরুল ইসলাম(২৫)একই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে লাল মাহমুদ(২৫),ফজল হকের ছেলে শাহীন(২৩),আঃ ছামাদের ছেলে রাসেল(২১)। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …