ক্রাইমবার্তা রিপোট:সরকার বিচার বিভাগের ওপর যে হস্তক্ষেপ করতে চেয়েছিল তা এই রায়ের মধ্য দিয়ে ধূলিসাৎ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও আইনজীবী মওদুদ আহমেদ। তিনি রায়ের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘এই সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল সরকার। বিএনপি দলীয়ভাবে শুরু থেকেই বলে আসছে এই সংশোধনী সরকারের দুরভিসন্ধিমূলক।’
এর আগে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ রায় ঘোষণা করেন।
এ রায়ের ফলে বিচারপতি অপসারণের ক্ষমতা আর সংসদের হাতে থাকলো না। এই রায়কে স্বাগত জানিয়ে মওদুদ আহমেদ বলেন, ‘বিচার বিভাগের ওপর আঘাত হানতে এবং স্বাধীনতা ক্ষুন্ন করতে এই প্রচেষ্টা ছিল। আমি মনে করি, দলমত নির্বিশেষে সারা বাংলদেশের মানুষ ও আইনজীবী মহল এ রায়কে স্বাগত জানাবে। এ রায়ের মধ্য দিয়ে স্বাধীনতা ও নিরপেক্ষতা অক্ষুণ্ন থাকবে।’