ফখরুলের গাড়ি বহরে হামলার তদন্ত শুরু

ফখরুলের গাড়ি বহরে হামলার তদন্ত শুরু চট্টগ্রাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনার মাঠ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই)।

বিশেষ পুলিশ সুপার জুলফিকার আলী হায়দারের নেতৃত্বে পিবি আইয়ের ১০ সদস্যের একটি টিম গতকাল রোববার ঘটনাস্থল চট্টগ্রামের রাঙ্গুনিয়া পরিদর্শন করে।

এসময় তারা প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর মধ্যে ১১ জনের বক্তব্য রেকর্ড করেন। তবে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি বলে পিবি আই সূত্র জানিয়েছে। এতে কারা জড়িত সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।

স্থানীয় পর্যায়ে তথ্য পাওয়া না গেলেও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হবে বলে পিবি আই কর্মকর্তারা জানান।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।