অাবু সাইদ বিশ্বাসঃএকজন ব্যক্তি অঢেল অর্থ সম্পদ থাকার পরও তিনি এখন মৃত্যু পথের যাত্রী। যে কোন মুহূর্তে তিনি এ ভূবন থেকে বিদায় নিতে পারেন। এরকম অারো চারজন মৃত্যু পথের যাত্রীর সাথে কথা হল। প্রতি মুহূর্ত তারা মৃত্যুর প্রহর গুনছে। প্রত্যেকই ক্যানছারে অাক্রান্ত। এর মধ্যে দুই জনের অপারেশন করা হয়েছে,বাকি দুজনের বিনা অপারেশনে বাড়ি ফিরে যেতে হবে। অাজ সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে যায়। দেখা হয় ডা.মনোয়ার হোসেনের সাথে। তিনি অামাকে তার সাথে হাসপাতালটিতে রোগী ভিজিটে নিয়ে যায়। তিনি জানালেন এরকম রোগীর সংখ্যা সাতক্ষীরাতে অনেক। এসমস্ত রোগী দেখে বার বার অাল্লাহর কথা সরণ হচ্ছিল। অাল্লাহ যেন অামাদের সকলকে এধরণের কঠিন রোগ থেকে হেফাজাত করেন।
