ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি।বেনাপোল পোর্ট থানার চেকপোষ্ট এলাকার সাদীপুর মোড় থেকে আজগর আলী (৫৫ ) নামে একজন হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সে পুটখালী গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।
মঙ্গলবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৮ টার সময় হুন্ডির ৯ লাখ টাকাসহ আজগরকে আটক করা হয়।
বিজিবি জানায়,গোপন খবরে জানতে পারি একজন হুন্ডি পাচারকারী প্রচুর পরিমাণে বাংলাদেশী টাকা পুটখালীর বিপরীতে ভারতের আংরাইল সীমান্ত পার হয়ে বেনাপোল চেকপোস্টের একটি মানিচেঞ্জারে নিয়ে যাবে। এ সময় বিজিবির সৈনিক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি বাজার করা লাইলোনের ব্যাগসহ আটক করে ক্যাম্পে নিয়ে যায় আজগরকে । পরে ওই ব্যাগ তল্লাশি করে এক হাজার টাকার নোট ৪ শ’পিস ও ৫ শত টাকার নোট এক হাজার পিস উদ্ধার করে।
৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল ওয়াহাব ৯ লাখ বাংলাদেশী টাকাসহ একজন হুন্ডি পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।