সাতক্ষীরা সংবাদদাতাঃ ভারতে স্থানীয় গোলযোগের কারনে সাতক্ষীরা ভোমরাস্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ভোমরাস্থল বন্দর দিয়ে মঙ্গলবার সারাদিন পন্যবাহি কোন ট্রাক আমদানি রপ্তানি হয়নি। ফলে ভারত থেকে আমদানি পন্যবাহি কোন ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। আমদানি পন্যবাহি ট্রাকের মধ্যে কাঁচামাল বাহি ট্রাক প্রবেশ করতে না পারায় আমদানি কারকদের কোটি কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে ভোমর বন্দরে আমদানির অপেক্ষায় প্রায় এক হাজার ট্রাক ও রপ্তানির অপেক্ষায় রয়েছে দুইশাতাধিক ট্রাক।
ভোমরা সিএন্ডএফের সভাপতি কাজি নওশাদ দেলোয়ার রাজু জানান, ভারতে স্থানীয় গোলযোগের কারনে সারাদিন ভোমরাস্থল বন্দর দিয়ে কোন আমদানি রপ্তানি হয়নি। ব্যাবসায়িরা ক্ষতির আশংখায় আমদানি করেনি। তবে কাঁচামাল পন্যবাহি ট্রাক প্রবেশ করতে না পারায় ব্যাবসায়িদের কোটি কোটি টাকা ক্ষতি হবে বলে তিনি জানান।
ভোমরা কাস্টমসের সহকারি কমিশনার আব্দুল কাইয়ুম জানান, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কথা স্বীকার করে তিনি বলেন, আমাদের অফিস খোলা রয়েছে। কিন্তু ভারত থেকে কোন পন্যবাহি ট্রাক প্রবেশ করছে না এবং বাংলাদেশ থেকেও পন্যবাহি ট্রাক ভারতে প্রবেশ করছে না। ভারতে স্থানীয় সমস্যার কারনে এমনটি হচ্ছে বলে তিনি জানান।