কলারোয়া সরকারি কলেজে নবীর বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত!

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার, সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসার বাসুদেব বসু বলেছেন. জঙ্গিবাদীরা ইসলামের ভূল ব্যাখা দিয়ে আমাদের কোমলমতি ছেলে-মেয়েদের বিপদগামী করছে। এরা জাতিকে সর্বনাশের পথে চালিত করার চেষ্ঠা করছে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের ছেলে-মেয়েদের জঙ্গিবাদের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে হবে।22 প্রফেসার নতুন প্রজন্মকে জাতির প্রত্যাশা পূরণে কাজ করার আহবান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জাতির প্রত্যাশা পূরণে তোমাদেরকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে। কলারোয়া সরকারি কলেজের (২০১৭-১৮) শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের নবীর বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি’র বক্তবে এসব কথাগুলো বলেন। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠদানের মাধ্যমে বুধবার সকালে সরকারি কলেজের আয়োজনে বিজ্ঞান ভবনের ১১নং কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসার বাসুদেব বসু। শিক্ষা হোক সমাজ জাগরণের হাতিয়ার, সুশিক্ষা শিক্ষিতরা পারে সমাজ আর জাতিকে পরিবর্র্তন করতে। কলেজের পরিবর্র্তনের কথা তুলে ধরে এসো তুলি ধরি শিক্ষার মশাল, দুর করি সমাজের অন্ধকার। অন্তর মম বিকাশিত কর,অন্তরতর হে- এই স্লোগানকে সামনে রেখে কলেজে পড়–য়া ছাত্র/ছাত্রীদের উদ্দ্যেশে প্রধান অতিথি প্রফেসার বাসুদের বসু আরও বলেন, মন্দ কিছু বলোনা, মন্দ কিছু করোনা, এই হোক জীবনের গান। তোমাদের প্রথম কাজ হচ্ছে পিতা-মাতার কথা মেনে চলা। তোমরা ছাত্র তোমরাই পার শিক্ষককে আগলে রাখতে। শিক্ষক হচ্ছে শ্রেষ্ঠ, শিক্ষক হচ্ছে শ্রেষ্ঠ সবার সুতারাং তোমাদের বিনয়ী হতে হবে। কিসের বন্দ কিসের ছুটি, কলেজ জীবন ফাটাফাটি। এই সরকারি কলেজ থেকে বহু ছাত্র/ছাত্রীরা বাংলাদেশসহ বিশ্বের মান উজ্জ্বল করেছে। এখান থেকে তোমাদের যাত্রা শুরু হবে আগামীর পথচলা। সর্ব পরি দেশ এগিয়ে যাচ্ছে বদলে গেছে বাংলাদেশ। বদলে যাওয়া দেশের সাথে নিজেদের আতœমর্যাদা বৃদ্ধিও বাড়াতে হবে। কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শাহেদ আহম্মেদ শাওন ও ছাত্রী শামীমা আফরোজের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসুদন কলেজের প্রাক্তন উপাধ্যাক্ষ প্রফেসার নজরুল ইসলাম, কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসার আবু নছর, তালা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসার আবু বক্কর ছিদ্দিক, কলেজের প্রাক্তন উপাধ্যাক্ষ আব্দুল মজিদ, অধ্যাপক প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক এম এ ফারুক, কলেজের প্রাক্তন উপাধ্যাক্ষ স্বরজিত কুমার বিশ্বাস, প্রাক্তন উপাধ্যাক্ষ অহিদুল আলম মন্টুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক আব্দুর সবুর, সহকারি অধ্যাপক ফারুক হোসেন, কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র কাজী আবিদ ও পূজা শেঠসহ কলেজের সকল শিক্ষক ছাত্র/ছাত্রীবৃন্দ। এদিকে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই অতিথি’দের ফুলেল শুভেচ্ছা জানায় কলেজের নবীন ছাত্র-ছাত্রীরা। এ সময় অতিথিদের পক্ষ থেকেও উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভা শেষে দুপুরে নবীর/প্রবীনদের নিয়ে এক মনোঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসার বাসুুদেব বসুসহ আমন্ত্রিত অতিথিবৃৃন্দ এবং কলেজের ছাত্র/ছাত্রীরা।

Check Also

সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।