তাদের কাছ থেকে উদ্ধার হওয়া দুটি প্যাকেটে ২০টি করে মোট ৪০টি সোনার বার ছিল।
চার কেজি ৬০০ গ্রাম ওজনের এসব সোনার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।
আটক দুই নারী হলেন, কক্সবাজারের চকরিয়ার নাসিমা আক্তার ও চট্টগ্রামের সাতকানিয়ার জেসমিন আক্তার। উভয়ের বয়সই ৩৫ বছর।
ওমানের মাসকাট থেকে চট্টগ্রামে আসা রিজেন্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে শাহজালাল বিমানবন্দরে আসলে শুল্ক গোয়েন্দারা তাদের আটক করেন।
ঘটনার ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, নাসিমা ও জেসমিনকে আট হাজার ও ১০ হাজার টাকার বিনিময়ে সোনা পাচারে জড়িত করে ইমরুল নামে চট্টগ্রামের দালাল।
তিনি জানান, দুই নারী সোনার বারের প্যাকেট শরীরে স্পর্শকার্তর অংশে লুকিয়ে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তাদের শনাক্ত করেন।
পরে বিমানবন্দরের কাস্টমস হলে নিয়ে শুল্ক গোয়েন্দার নারী কর্মকর্তারা তাদের তল্লাশি করেন।
এ সময় তাদের শরীরের স্পর্শকাতর অংশে স্কচটেপে মোড়ানো অবস্থায় প্যাকেট দুটি পাওয়া যায়। প্যাকেট খুলে এতে সোনার বার পাওয়া যায় বলে জানান মইনুল খান।
এরপর দুই নারীকে বিমানবন্দর থানায় হ্স্তান্তর করে জব্দকৃত সোনার বার এয়ারপোর্ট বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হয়।