ক্রাইমবার্তা রিপোট:ঢাকা: খুব শিগগিরই আগামী একাদশ সংসদ নির্বাচনের রূপরেখা নিয়ে জনগণের সামনে হাজির হবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
মির্জা ফখরুল বলেন, খুব শিগগিরই নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনগণের সামনে আসবেন। আসা করছি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তারা এটিকে মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচন দিবেন।
তিনি বলেন, স্বাভাবিকভাবে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে না এটা তারা বিভিন্ন মাধ্যমে জেনেছে। আর ক্ষমতায় না আসতে পারলে কি হবে তা তাদের সাধারণ সম্পাদক বলে দিয়েছে। আমি আর বলতে চাই না। সে জন্যই তারা আবারো অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আমি বুঝতে পারি না সরকার কি চায়? তারা কি এ দেশকে ইরাক, আফগানিস্তান বানাতে চান? কিন্তু তা হতে দেয়া হবে না। এদেশের মানুষ তা হতে দিবে না। এদেশের মানুষ গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী।