এছাড়া মামলায় আরও তিন জনকে মোকাবেলা বিবাদী করা হয়েছে।
মামলায় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ঢাকা জেলা প্রশাসক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান যুগান্তরকে বলেন, বিহারীদের বাড়ি-ঘর ভাংচুর ও উচ্ছেদে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি করা হয়েছে। আমাদের মামলাটি গ্রহণ করে আদালত আদেশের জন্য তা অপেক্ষমান রেখেছেন।