ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহতের নাম আয়েশা বেগম (৭০)। সে ময়মনসিংহের নান্দাইল থানার আহমদ পুর গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
জয়দেবপুর রেল জংশনের দায়িত্বরত এ এসআই দেলোয়ার হোসেন ও নিহতের ছেল দুলাল মিয়া জানান, গত মঙ্গলবার আয়েশা বেগম গাজীপুরের গাজীপুরায় তার ছেলে দুলাল মিয়ার বাসায় বেড়াতে আসেন।বৃহস্পতিবার বাড়ি ফেরার সময় সকাল সাড়ে ৯টার দিকে আয়েশা বেগম তার দশ বছর বয়সী নাতি আসিককে নিয়ে জয়দেবপুর রেল জংশনের রেললাইনের উপর দিয়ে হেটে ট্রেনে উঠার জন্য যাচ্ছিলেন।এসময় পিছন দিক থেকে আসা ঢাকা গামী সিরাজগজ্ঞ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আয়েশা বেগম ঘটনাস্থলেই মারা যায়। নিহতের নাতি আসিক বলেন” আমি দাদিকে অনেক ডাকা ডাকি করেছি এবং হাতে ধরে টানও দিয়েছি কিন্তু দাদি শোনেনি,পরে আমি লাফ দিয়ে লাইন থেকে নেমে যাই”। পরে পুলিশ লাশ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে ফাড়িতে নিয়ে যায়।