Argentina's forward Lionel Messi smiles during a training session in Ezeiza, Buenos Aires on March 19, 2013 ahead of the Brazil 2014 FIFA World Cup South American qualifier football match against Venezuela on March 26. AFP PHOTO / Juan Mabromata (Photo credit should read JUAN MABROMATA/AFP/Getty Images)

মেসিই বিশ্বের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে এই মুহূর্তে ‘বিশ্বের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়’ বলে উল্লেখ করেছেন ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

ফাইল ছবি
শুক্রবার মেসির সঙ্গে আর্থিক লেনদেনের পরিমাণ না জানিয়ে বার্সা সভাপতি স্থানীয় দৈনিক মুন্ডো ডিপোর্তিভোকে এ তথ্য জানান।

মেসির সঙ্গে চুক্তির মেয়াদ চার বছর বাড়িয়েছে বার্সেলোনা।

বুধবার কাতালান ক্লাবটি ঘোষণা করেছে যে, মেসি তাদের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছেন।

এর ফলে পাঁচবারের ব্যালন ডি’ওর খেতাব জয়ী আর্জেন্টাইন সুপারস্টার ৩৪ বছর বয়স পর্যন্ত ক্যাম্প ন্যুতেই কাটাবেন।

দৈনিক মুন্ডো ডিপোর্তিভোকে বার্সা সভাপতি বলেন, তিনি (মেসি) বিশ্বের সেরা খেলোয়াড় এবং সে কারণে ফুটবলের ইতিহাসে বিশ্বের সেরা চুক্তিটিও তিনি পাচ্ছেন। তিনি ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ বেতনধারী তারকা। কারণ লিওকে যে পরিমান অর্থ দেয়া হচ্ছে অন্য কোনো খেলোয়াড় তাদের ক্লাব থেকে সে পরিমাণ অর্থ পায় না।‘

চুক্তির মেয়াদ বাড়ানোর আগে মেসি ছিলেন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বেতনের অধিকারী খেলোয়াড়। এ সময় তার আয় ছিল ৮০ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে শুধু বেতন ও বোনাস বাবদ পেতেন ৫৩ মিলিয়ন ডলার। গত জুনে প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনে এই রিপোর্ট প্রকাশিত হয়েছিল।

ওই রিপোর্ট অনুযায়ী ৯৩ মিলিয়ন মার্কিন ডলার বেতন নিয়ে শীর্ষে অবস্থান করছিলেন মেসির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্চিয়ানো রোনালদো। যিনি শুধুমাত্র বেতন বোনাস বাবদ পেতেন ৫৮ মিলিয়ন মার্কিন ডলার।

তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেবর্ন জেমস। যার আয় ৮৬.২ মিলিয়ন মার্কিন ডলার।

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।