ইন্দোনেশিয়ার আইন অনুসারে বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে ১৬ এবং পুরুষদের ১৯ হতে হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ছেলেটা একবার ম্যালেরিয়ায় আক্রান্ত হলে তার সেবা-শুশ্রুষা করে সারিয়ে তোলেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা। সে সময়েই তারা একে অপরের কাছাকাছি আসেন।
দক্ষিণ সুমাত্রার ওই গ্রামের প্রধান সিক এনি বলেন, ‘যেহেতু ছেলেটি এখনও অপ্রাপ্তবয়স্ক, তাই বিয়ের ব্যাপারটা আমরা গোপন রাখার সিদ্ধান্ত নিই।’
তিনি আরও বলেন, ব্যভিচারের পাপ এড়াতে ২ জুলাই কনে রোহায়ার সঙ্গে বর সালামতের বিয়ে দেয়া হয়। ছেলের বাবা কয়েক বছর আগেই মারা গেছেন এবং মা আরেক জনের সঙ্গে পুনর্বিবাহ করেছেন।