তিশার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন হাবিব

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের কারণ এক মডেল ও অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে এমনটাই উল্লেখ করেছেন হাবিবের সাবেক স্ত্রী রেহান।

এছাড়া গণমাধ্যমেও ওই মডেল ও হাবিব ওয়াহিদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছেন রেহান।

এসব খবরে বেজায় চটেছেন শিল্পী হাবিব ওয়াহিদ। শনিবার নিজের ফেসবুক পেজে এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।ফেসবুক পোস্টে তিনি লিখেছেন-

আমাকে নাকি কিছু সাংবাদিক ভাইয়েরা খুঁজে পাচ্ছেন না! আমি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছি কনসার্ট এর জন্য। কিছুটা দুঃখজনক যে একটা বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। আপনাদের করা একটা নিউজ দেখলাম যেখানে বলা হয়েছে যে তানজিন তিশার কারণে আমার সঙ্গে রেহানের ডিভোর্স হয়। কথাটি ঠিক নয়, কারণ “এক হাতে তালি বাজে না।” তানজিন তিশার সঙ্গে আমার কি সম্পর্ক সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এটি নিয়ে কিছু বলতে আমি বাধ্য না। এবং কেনই বা আমার ডিভোর্স এর কয়েক মাস পর এসব কথা রেহানই বা বললো এটাও আমার কাছে আশ্চর্যজনক। বলার হলে আরো আগেই বলতো। ডিভোর্সের কারণ যাই হোক না কেন আমি তো জোর করে ডিভোর্স করতে বলিনি তাকে। সমঝোতার মাধ্যমেই তা হয়। তাহলে এখন এতো কাদা ছোড়াছুড়ি কেন? এসব করে কারোই তো কোনো লাভ আমি দেখি না। এসব মোটেই কাম্য নয়।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।