ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার পর পাকিস্তানের ব্যাটিং গ্রেট ইউনুস খানকে নিয়ে দেশটির আরেক সাবেক তারকা শোয়েব আখতারের মন্তব্য ছিল, ‘ইউনুসের নাম হওয়া উচিত ইউনিক খান।’
‘ইউনিক’ মানে ‘অদ্বিতীয়’- পাকিস্তান ক্রিকেটে ইউনুস তো অদ্বিতীয়ই। পাকিস্তানের হয়ে ইউনুসের নিঃস্বার্থ প্রতিধিত্ব, সততা অদ্বিতীয়। সেটি আরেকবার প্রমাণ করলেন ইউনুস।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের তহবিল থেকে দেশের ক্রিকেটারদের অনন্য সাফল্যে অর্থ পুরস্কার দেয়া হয়। সেখান থেকে ইউনুস পান এক কোটি রুপি। পুরস্কার হিসেবে পাওয়া পুরো অর্থই দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন ইউনুস।
অবসর নেয়ার পরপরই ইউনুস বলেছিলেন, ‘আমার পক্ষে সম্ভব যেকোনো পথে আমি আমার দেশকে সাহায্য করতে চাই। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে ভবিষ্যতে পিসিবির সঙ্গে কাজ করতে পারলে আমি খুশি হব। শুধু ক্রিকেট নয়, অনেক ক্ষেত্রেই আমি দেশকে সেবা দিতে চাই।’
প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ইউনুস জানান, ‘এই অর্থ পুরস্কার দেয়ার জন্য আমি দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমি পুরো অর্থই ইধি ফাউন্ডেশন, ইন্দুস হাসপাতাল ও দ্য সিটিজেন ফাউন্ডেশনে দান করেছি।’ ইউনুস সরকারের কাছে অনুরোধ করেছেন, তার পুরস্কার পাওয়া অর্থের ওপর যেন কোনোরকম কর ধার্য করা না হয়। ওয়েবসাইট।