রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে মান্নানকে মেয়র হিসেবে দায়িত্ব পালনেরও নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে দুদকের একটি মামলায় অভিযোগপত্র দাখিল করায় গতকাল শনিবার মেয়র মান্নানকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।
আবেদনের পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও আবু হানিফ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যঅটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন।