শ্যামনগরে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বেচাকেনা

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল॥শ্যামনগর উপজেলার বিভিন্ন বাজারে বাগদা চিংড়ীতে অবাদে চলছে অপদ্রব্য পুশ ও অ¦াস্থ্যকর পরিবেশে বেচাকেনা। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেই কোন পদক্ষেপ। তথ্যানুসন্ধানে জানা গেছে, শ্যামনগর উপজেলার নুরনগর, ভেটখালী, হরিনগর, বংশীপুর, মুন্সিগঞ্জ, কলবাড়ী, নওয়াবেকী মহেন্দ্র সিলে কাটা, ঝাপালী, নওয়াবেকী, সোনারমোড়, বিভিন্ন বাজারে, মাছের সেটে ও বাগদা ব্যবসায়ীদের বাড়ীতে অবাদে চলেছে চিংড়ীতে অপদ্রব্য পুশ। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বাগদা চিংড়ী বেচাকেনা।4 সরেজমিনে দেখা গেছে, কলবাড়ী থেকে নওয়াবেকী রোডের মাঝামাঝি মহন্দ্র সিলে নামক মাছের কাটায় কাদা গোলার মধ্যে বাগদা চিংড়ী বেচা কেনা হচ্ছে। এ বিষয়ে ঐ কাটার সেক্রেটারী বুলবুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা মৎস্য অফিসার প্রায়ই আমাদের সেটে আসা যাওয়া করেন। তার সাথে আমাদের যোগাযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসেন সাগরের সাথে কথা হলে তিনি বিষয়টি সত্য নয় বলে জানান।

Check Also

ছাত্রশিবির কর্মী হাসানুর রহমানের ইন্তিকালে সাতক্ষীরা সদর জামায়াতের গভীর শোক প্রকাশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাত্রশিবিরের কর্মী হাসানুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।