পাটকেলঘাটায় মসজিদে নবমুসলিমের লাশ

পাটকেলঘাটায় মসজিদে নবমুসলিমের লাশ

কামরুজ্জামান মোড়ল, পাটকেলঘাটা ::
সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের টাওয়ার মসজিদের দ্বিতল ভবনের গিলের সাথে গলায় গামছা পেচিয়ে শনিবার রাতে এক নব মুসলিমের আতœহত্যার  ঘটনা ঘটেছে। রবিবার মসজিদের ইমাম আজান দিতে গিয়ে মসজিদে গলায় গামছা পেচিয়ে আতœহত্যার বিষয়টি জানতে পারে। পরবর্তীতে পাটকেলঘাটা থানা পুলিশ লাশটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় নিয়ে আসে। পুলিশ প্রাথমিক তজন্তে আতœহত্যার বিষয়টি নিশ্চিত  করে। স্থানীয় ব্যবসায়ীরা জানায়  তার নাম শহিদুল ইসলাম (৪৫) সে খুলনা জেলার হরিঢালী গ্রামের রনজিৎ সিংহের পুত্র খোকন সিংহ। সে প্রায় দুবছর পূর্বে পাটকেলঘাটা বাজারে গরুহাটা রোডে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করত। বিভিন্ন সুত্র থেকে জানা গেছে সে প্রথম বিবাহ করে মাগুরায় সেময় তার প্রথম স্ত্রীর দুটি সতœান রয়েছে। পরবর্তীতে ২০০৮ সালে কোর্ট এফিডেফিডেরমাধ্যমে  সে নিজধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহন করে সনাতন কাটিগ্রামে বিবাহ করে । এর পর পাটকেলঘাটায় একটি ভাড়া বাড়িতে বসবাস করত। প্রায় কয়েকদিন সে মসজিদের দোতালায় রাত যাপন করতো।  পাটকেলঘাটা থানার ওসি মহিবুল  ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পারিবারিক কারনে তার আতœহত্যার ঘটনা ঘটতে পারে। তবে পোষ্ট মর্টেম করলে সব তথ্য বের হয়ে আসবে।

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।