ক্রাইমবার্তা রির্পোটঃ সাড়ে সাত কেজি রুপাসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।রোববার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকা থেকে সাড়ে সাত কেজি রুপাসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে কলারোয়ার থানার পুলিশ । গ্রেফতারকৃত চোরাকারবারির নাম ইউছুপ আলি (৩৫)। সে উপজেলার রাজপুর গ্রামের হারান সরদারের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান ,পুলিশ গোপনে জানতে পারে ভারত থেকে এক চোরাকারবারি বিপুল পরিমাণ রুপা আনছে। ওই সংবাদ পেয়ে ওসির নেতৃত্বে সোনাবাড়িয়া এলাকাতে অপেক্ষায় থাকে। এ সময় তার দেখে সন্দেহ হলে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ রুপা। রুপার আনামুনিক মুল্যে প্রায় ছয় লাখ টাকা। এ ঘটনায় মামলা হয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …