পাইকগাছায় মাসিক আইনশৃংখলা কমিটির সভায় ব্যাপক ক্ষোভ পাইকগাছা প্রাণকেন্দ্রের একমাত্র খেলার মাঠ বাণিজ্য মেলার নামে দখল : প্রশাসনের অজানা

ক্রাইমবার্তা রিপোট:জি,এ, গফুর, পাইকগাছা ॥
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠটি স্বার্থান্বেষীমহল বাণিজ্য মেলার নামে বিভিন্ন ডেকোরেশনের কাজ চালিয়ে যাচ্ছে। এসব বিষয়ে সোমবার উপজেলা আইনশৃংখলা সভায় উপজেলা চেয়ারম্যান, মেয়র, মুক্তিযোদ্ধা কমান্ডার, ওসি সহ কমিটির সকলের অজানা হিসেবে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। এদিকে মাঠের প্রধান কর্মকর্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও মাঠ ব্যবহারের জন্য জানানো হয়নি। অন্যদিকে ছাত্র-যুবকরা ফুটবল/ক্রিকেট খেলা থেকে দেড় মাস বঞ্চিত রয়েছে। তারা বিকল্প স্থানে খেলাধুলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে। অপরদিকে, শিক্ষার মান নিম্নের দিকে ধাপিত হচ্ছে বলে জানা গেছে। উপজেলাবাসী প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। সোমবার পাইকগাছা উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ স.ম. বাবর আলী। বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি (তদন্ত) এস,এম, জাবীদ হাসান, চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। তারা বক্তব্যে বলেন, কারা এ বাণিজ্য মেলা করবে তা প্রশাসন কেউ জানে না। বিষয়টি জরুরীভাবে আজকের সভায় রেজুলেশন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। অপরদিকে, বিদ্যালয়ের মাঠ প্রধান শিক্ষক ব্যবহারের অনুমতি দেয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। এদিকে সাংবাদিকরা প্রধান শিক্ষক আব্দুল গফফারের কাছে জানতে চাইলে তিনি জানান, মাঠ ব্যবহারের জন্য আমি কাউকে অনুমতি দেয়নি। মৌখিকভাবে বিষয়টি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। সভায় আরও উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওসার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, ডাঃ প্রভাত কুমার দাশ, সরকারি কর্মকর্তারা সহ সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রকাশ ঘোষ বিধান, আব্দুল আজিজ। সভায় চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন, দেড় মাস ধরে বিদ্যালয়ের মাঠ বন্ধ রাখা হয়েছে। শুনেছি সামনে এখনও ২ মাস মাঠ বন্ধ থাকবে। 21তাহলে বর্তমান স্কুল পর্যায়ে খেলাধুলাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র কোথায় হবে। তাছাড়া শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের ক্ষতি হচ্ছে। তাই দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান দুপুরে সব বিষয়ে রেজুলেশনে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে আশ্বাস দিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন। তবে মাঠটি কারা বাণিজ্য মেলার নামে কাজ চালিয়ে যাচ্ছে তা এখনও প্রশাসনসহ জনগণ অবহিত হতে পারেনি। বিষয়টি অন্ধকারে রয়ে গেছে এবং বাণিজ্য মেলার কাজ চলছে।

অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ:
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে বাগদা চিংড়ি পরিবহনের অভিযোগে ভ্রাম্যমান আদালত শফিকুল ইসলাম মোল্লা নামে এক চিংড়ি ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করে প্রথম পর্যায়ে সতর্ক করা হয়েছে। শফিকুল কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউপির চৌকুনী গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ঠ সুত্র জানিয়েছেন, ব্যবসায়ী শফিকুল সোমবারে ইঞ্জিন চালিত ভ্যান যোগে অ-স্বাস্থ্যকর পরিবেশে প্রায় ১৫০ কেজি বাগদা চিংড়ি বিক্রির জন্য পাইকগাছা মৎস্য আড়ৎ-এর উদ্দেশ্যে আসছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী উপজেলা পরিষদ গেটস্থ এ চিংড়ি আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে সংশ্লিষ্ট আইনে ঐ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল্লাহসহ আদালত সংশ্লিষ্টরা।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।