ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ার আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ার সঙ্গে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
ট্রাম্প পুত্র এ কথা স্বীকার করেছেন।
ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ক্ষতি করার মতো তথ্য আছে এমন প্রতিশ্রুতির পর তাদের মধ্যে ওই বৈঠক হয় ২০১৬ সালের ৯ই জুন। তবে ওই বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয় আলোচনা হয়নি বলে তিনি দাবি করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- ট্রাম্পের জামাই জারেড কুশনার ও তখনকার প্রচারণা বিষয়ক প্রধান পল জে মানাফোর্ট। এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস।
ট্রাম্প জুনিয়র এমন বৈঠক করলেও বলেছেন, এতে হিলারি ক্লিনটন সম্পর্কে অর্থপূর্ণ কোনো তথ্য বিনিময় হয়নি।
উল্লেখ্য, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে জোর অভিযোগ রয়েছে। এতে জড়িত নির্বাচনকালীন ট্রাম্প টিমের প্রথম সারির অনেকে। এর মধ্যে তার জামাই জারেড কুশনারের নামও আছে।