ক্রাইমবার্তা রির্পোটঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৪১ জনকে গ্রেফতার করেছে। এ সময় ২০ পিস ইয়াবা ও সাড়ে সাত কেজি ভারতীয় রুপা উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা ২ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ২ ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Check Also
রইছপুর আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে সরকার ঘোষিত ” তারণ্যে উৎসব ” ও পিঠা উৎসব শুরু হয়েছে
মুহাম্মদ অলিউল্যাহ, (রইছপুর) সাতক্ষীরা :বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা সদরের রইছপুর আদর্শ দাখিল …