ক্রাইমবার্তা রিপোট:বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে লন্ডন যেতে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে বিদেশ যেতে বাধা দেয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।
বিচারপতি মো: তারিক উল হাকিম ও বিচারপতি মো: ফারুকের (এম ফারুক) সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তার সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।
রোববার সকালে লন্ডন যাওয়া উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ লুনাকে আটকে দেয় বলে অভিযোগ ওঠে। এরপর সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন ইলিয়াস আলীর স্ত্রী।
জানা যায়, বড় ছেলে আব্রার ইলিয়াসের স্নাতক সমাপনীর অনুষ্ঠানে যোগ দিতে তার এ লন্ডন যাত্রা।