ক্রাইমবার্তা রিপোট:ক্ষমতাসীনদের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনে অতিষ্ঠ হয়ে সাধারণ জনগণ দলে দলে, ঝাঁকে ঝাঁকে বিএনপিতে যোগ দিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে ঢাকা ৮ ও ৯ সংসদীয় আসনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন।
এ ছাড়া, মির্জা আব্বাস বলেন, নিম্ন আদালতের মতো উচ্চ আদালতকেও ক্ষমতাসীনরা নিজেদের হাতে রাখতে চায়। এ কারণে উচ্চ আদালতের বিচারকদের সংসদ কর্তৃক অভিসংশন সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী আপিল বিভাগ খারিজ করাতে মনোকষ্টে সরকার দলীয় সংসদ সদস্যরা সংসদে এ নিয়ে সমালোচনা করছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
মির্জা আব্বাস বলেন, ‘যেখানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে, নিপীড়ন চলছে; গ্রেপ্তার, হত্যা, গুম চলছে। ওই সময় সাধারণ মানুষ ঝাঁকে ঝাঁকে বিএনপির সদস্য হওয়ার জন্য এগিয়ে এসেছে। এটা আমি মনে করি, স্পষ্টত শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একটি প্রতিবাদ।