ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি:আর্ন্তজার্তিক বাস পরিসেবায় এবার কোলকাতা- ঢাকা চালু হলো। কোলকাতা – বাংলাদেশের মধ্যে সৌহার্দের গ্রীন লাইন পরিবহন। আজ সোমবার দুপুরে কোলকাতা থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাস বেনাপোল চেকপোষ্টে এসে পৌছালে গ্রীন লাইন বাংলাদেশের স্বত্বাধীকারী আলহাজ্ব আলাউদ্দিন যাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। সপ্তাহে তিন দিন কোলকাতা থেকে ছেড়ে আসবে আসবে যাত্রীবাহী গ্রীন লাইনের দুটি বাস এবং তিন দিন ঢাকা থেকে কোলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজ প্রথম দিনে বাস দুটিতে যাত্রী সংখ্যা ছিল ২৫ জন। গ্রীন লাইনের বাংলাদেশের স্বত্বাধীকারী আলহাজ্ব আলাউদ্দিন জানান, দু’দেশের মধ্যে গ্রীন লাইনের বাস সরাসরি চলাচলের মধ্য দিয়ে বন্ধুত্ব আরো সুদৃড় হবে।