রিল লাইফের মেয়ের জন্য কেঁদে ভাসালেন শ্রীদেবী

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:দীর্ঘদিন পর রূপালি পর্দায় এসে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী শ্রীদেবী। ইতিমধ্যেই তার অভিনীত সিনেমা ‘মম’ বক্স অফিসে সাড়া ফেলেছে। ভালো ব্যবসাও করছে সিনেমাটি।
আর সেই উদ্‌যাপনে এসেই মেয়ের জন্য কেঁদে ভাসালেন এক সময়কার সাড়া জাগানো এ নায়িকা।

তবে নিজ মেয়ের জন্য না। রিল লাইফের অতি আদরের মেয়ে সজল আলির কথা মনে করেই আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রীদেবী।

শ্রীদেবী জানিয়েছেন, তার নিজের মেয়ের জাহ্নবীর মতো পাকিস্তানি শিশুশিল্পী সজলও তার মেয়ে হয়ে উঠেছে অল্প ক’দিনেই। মা-মেয়ের এই সম্পর্ক এখন রিল লাইফের গণ্ডি পেরিয়ে অনেক সুন্দর ও গভীর।

উদযাপনের এক ভিডিওতে শ্রীদেবী বলেন, ‘সজল আমার মেয়ে, আমি তোমাকে খুবই ভালোবাসি… জানি না কেন, এত ইমোশনাল হয়ে পড়ছি। আমি তোমাদের সবাইকে খুব মিস করছি। যেভাবে এই ছবিতে নিজের চরিত্র ফুটিয়ে তুলেছ তুমি, তা অসাধারণ। তোমাকে ছাড়া গোটা ছবিটাই অসম্পূর্ণ। তাই আমাদের সবার কাছেই এটা একটা বিশেষ মুহূর্ত।’

গত ৭ জুলাই মুক্তি পেয়েছে ‘মম’। শ্রীদেবী ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, অক্ষয় খন্না, অভিমন্যু সিং। এছাড়া পাক শিল্পী আদনান সিদ্দিকি এবং সজল আলির অনবদ্য অভিনয় সিনেমাকে সমৃদ্ধ করে।

ক্রাইম থ্রিলার ‘মম’র প্রযোজনায় ছিলেন বনি কাপুর। আর সিনেমাটি পরিচালনা করেছেন রবি উদয়ারার।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।