খুলনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

 ক্রাইমবার্তা রির্পোটঃ
খুলনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা খুলনা: খুলনা নগরীর জোড়াগেট এলাকায় সাইদুর রহমান হাওলাদার (২৫) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইদ নগরীর ৭নং ঘাট এলাকার বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, নিহত সাইদ জোড়াগেটস্থ একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, মাদক কেনাবেচা নিয়ে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান খুলনা থানার ওসি।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি বুলু বিশ্বাস বলেন, সাইদকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরাই কুপিয়ে হত্যা করেছে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।