তেল, গ্যাস রক্ষা কমিটির সমাবেশে হামলা, কবি বুলবুলসহ আহত ৪

ক্রাইমবার্তা রিপোট:নারায়ণগঞ্জ: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশে সন্ত্রাসী হামলা হয়েছে। এসময়  আহত হয়েছেন কবি ও সংস্কৃতিকর্মী আরিফ বুলবুলসহ চারজন। এর মধ্যে বুলবুল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

তেল, গ্যাস রক্ষা কমিটির সমাবেশে হামলা, কবি বুলবুলসহ আহত ৪

তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আহতরা হলেন- শিল্পী অমল আকাশ, ছড়াকার আহমেদ বাবলু ও সংস্কৃতি কর্মী শাহিন মাহমুদ।

মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

এর আগে সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সন্ত্রাসীরা তাদের ওপর এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। তবে এ ব্যাপারে ছাত্রলীগের বক্তব্য পাওয়া যায়নি।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে।

 

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।