ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:ঢাকাই চলচ্চিত্রের চলমান সংকটের ‘বয়কট’ তালিকায় এবার যুক্ত হল চিত্রনায়ক রিয়াজ, খল অভিনেতা মিশা সওদাগর ও প্রযোজক খসরুর নাম।
চলচ্চিত্র প্রদর্শক সমিতি কর্তৃক তাদের বয়কট করা হয়েছে বলে জানা গেছে।
এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের কোনো সিনেমা হলে এ তিনজনের ছবি প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে প্রদর্শক সমিতি।
এ প্রসঙ্গে প্রদর্শক সমিতির সভাপতি ও ঢাকার মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমরা কমিটির কয়েকজন মিলে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা হলে চিত্রনায়ক রিয়াজ, খলনায়ক মিশা সওদাগর ও প্রযোজক খসরুর ছবি প্রদর্শন করব না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২৬ জুলাই আমাদের বার্ষিক বৈঠকে নেয়া হবে। তখন হল মালিকদের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে।’
কিছুদিন আগে সেন্সর বোর্ডের সামনে চলচ্চিত্র ঐক্যজোটের ব্যানারে আন্দোলনকারীরা নওশাদের ওপর হামলা করে। ধারণা করা হচ্ছে, প্রদর্শক সমিতির সভাপতির ওপর এ হামলার প্রতিবাদেই রিয়াজ-মিশা- খসরুকে বয়কট করছে প্রদর্শক সমিতি।