অবশেষে লণ্ডন গেলেন লুনা

ক্রাইমবার্তা রিপোট:আদালতের নির্দেশের পর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস অালীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা লণ্ডনে গেলেন। আজ বুধবার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ফ্লাই করেন।

 

এরআগে গত রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন যেতে চাইল সেদিনও ইমিগ্রেশন পুলিশের বাধায় যেতে পারেননি।

তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ইলিয়াস অালীর স্ত্রীর বরাত দিয়ে জানান,  আজ সকাল ১০ টার ফ্লাইটে লন্ডন যেতে চাইলে প্রথমে তাকে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে যেতে দেয়া হয়।

শায়রুল কবির জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদির লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। সেখানে তার আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা তাহসিনা রুশদির।

 

Check Also

পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি

(২৫ ডিসেম্বর) মধ্যরাতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।