সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহবান শ্যামনগরে জেলা পরিষদের নির্বাচন

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামালঃ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনের ৯ নং ওয়ার্ডের নির্বাচনকে কেন্দ্র করে উৎসব সাজে সেজেছে ভোট কেন্দ্র। ১৩ জুলাই শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সদস্যাগন ভোটাধিকার প্রয়োগ করবেন। শ্যামনগর উপজেলার ভুরুলিয়া, শ্যামনগর সদর, নুরনগর, রমজাননগর ও কৈখালী ইউনিয়নের ৬৫ জন জন প্রতিনিধি এ ভোট প্রদান করবেন। 6সাধারন সদস্য পদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জি,এম আকবর কবীর (ব্যাট প্রতীক), গোলাম মোস্তফা মুকুল(তালা প্রতীক), ফজলুল হক মোড়ল(হাতি প্রতীক), রেজাউল করিম( অটো রিক্সা), ফজলুল হক মল্লিক(টিউবওয়েল) ও সাহাজাহান সিরাজ ( বৈদ্যুতিক পাখা প্রতীক), মহিলা সদস্য রোজিনা কান্টু (দোয়াত কলম), তানজিলা খাতুন (টেবিল ঘড়ি প্রতিক) দীপালী রানী ঘোষ( ফুটবল প্রতীক) ও রোকেয়া হাবীব (হরিন প্রতীক) নিয়ে লড়ছেন। ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার কারনে এ ওয়ার্ডের নির্বাচনটি স্থগিত থাকে। বৃহস্পতিবার জয় পারজয়ের যুদ্ধ। অর্থ নয় বরং বিবেকের তাড়নায় জয় পরাজয় ভাগ্য বরন করবে। জনপ্রতিনিধিদের ভোটে বিবেক যোগ্য প্রার্থীদের দিকে ঝুকে পড়বে এমনটি আশা করে শ্যামনগরের সর্বত্র মহল। প্রার্থীরা জয়ের ব্যাপারে সকলেই আশাবাদী। অন্ধকারের আলোর লড়াইয়ে জয় পরাজয় নির্ধারন হবে।

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।