তানোরে ত্রাণের গম আতœসাৎ তোলপাড়

ক্রাইমবার্তা রিপোট:তানোর ‘রাজশাহী’ প্রতিনিধি :রাজশাহীর তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ‘নারী’ বন্দনা রাণী তার অনুগতদের মাধ্যমে বিভিন্ন মসজিদ ও মন্দিরের নামে জিআর ‘সাধারণ রিলিফ’ প্রকল্পের ত্রাণের প্রায় ৫৯ মেট্রিক টন গম লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। আর জিআর প্রকল্পের গম লোপাটের খবর ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দায় এড়াতে এবিষয়ে তানোর থানায় একটি সাধারণ ডায়েরি ‘জিডি’ করেছেন বলেও উপজেলা ক্যাম্পাস জুড়ে গুঞ্জন বইছে। অপরদিকে সরেজমিন প্রকল্পভুক্ত প্রতিটি মসজিদ ও মন্দিরে অনুসন্ধান করলেই খয়রাতির খাদ্যশস্য লোপাটের অভিযোগের সতত্যা পাওয়া যাবে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে সংশ্লিষ্ট এলাকাবাসি সরেজমিন অনুসন্ধান বা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উধ্বর্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 7
জানা গেছে, তানোরে জিআর প্রকল্প থেকে গত রমজান মাসে বিভিন্ন মসজিদে ইফতার ও ওয়াজ মাহফিল এবং হিন্দু ধর্মালম্বিদের মন্দিরে হরিবাসর উদযাপনের জন্য প্রায় ৪৫ মেট্রিক টন চাউল বরাদ্দ করা হয়। কিšত্ত চাউল না থাকায় এবার চালের পরিবর্তে ৫৯ মেট্রিক টন গম বরাদ্দ এবং ৩০ জুনের মধ্যে উত্তোলনের কথা বলা হয়। মোট ১৫টি মসজিদ ও মন্দিরের নামে বরাদ্দ দেখানো হলেও ১৩টি মসজিদ ও মন্দিরের নামে ৩০ জুন এসব খাদ্যশস্য উত্তোলন ও কালোবাজারে বিক্রি করে অর্থ নিজেরা ভাগবাটোয়ারা করে নেয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এব্যাপারে তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ‘টিসিফুড’ নাজমুল জানান, তাদের ডিওলেটার দেওয়া কাজ প্রকল্প বুঝে নিবেন কর্র্তৃপক্ষ। এব্যাপারে ভাইস চেয়ারম্যান ‘নারী’ বন্দনা রাণী সব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রত্যেক প্রকল্প সভাপতিকে বরাদ্দের খাদ্যশস্য গম যুঝে দেয়া হয়েছে। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ‘পিআইও’ হাসানুজ্জামান অতিঃ দায়িত্ব বলেন, আমার জানা মতে ১৩টি প্রকল্প দেখিয়ে প্রায় ৫৯ মেট্রিকটন গম উত্তোলণ করেছেন ভাইস চেয়ারম্যান বন্দনা রাণী। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ‘ইউএনও’ মুহাঃ শওকাত আলী বলেন, কোনো প্রকল্পে গম না দেয়া হলে এবয় এমন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে তিনি থানায় জিডি করেছেন কি না এবিষয়ে কোনো সদোত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।