ক্রাইমবার্তা রিপোট:সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা.জেলার সাটুরিয়া উপজেলার আবুল পীর সাহেবের বাংলাঘরে মারা পড়ল ২৫টি গোখরা সাপের বাচ্চা।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামে ওই ঘটনাটি ঘটে।
আবুল পীর সাহেবের বাড়িতে তার এক ভক্ত বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তার পায়ের কাছে একটি গোখরা সাপ দেখতে পান। পরে তিনি ভক্ত প্রতিবেশী রেজাউল করিমকে জানালে তিনি স্থানীয় লোক নিয়ে খোঁজ শুরু করেন। এরপর ওই ঘরটির ইঁদুরের গর্ত থেকে এক এক করে মোট ২৫টি গোখরা সাপের বাচ্চা মারা হয়। এসময় বড় গোখরাসহ আরো ৫টি বাচ্চা সাপ পালিয়ে যায়।
চলতি সপ্তাহের সাটুরিয়ার ধানকোড়া গ্রামের এক কৃষকের বাড়ি থেকে ২৯টি গোখরা সাপের বাচ্চা মারা হয়। চলতি বন্যার পানি আসার পর থেকে গোটা উপজেলা সাপের আতঙ্ক বিরাজ করছে। তবে এ বর্ষা মৌসুমে বৃহস্পতিবার পর্যন্ত কোনো সাপে কাটা রোগীর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ লুৎফর রহমান।