আ স ম রবের চা-চক্রে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা

ক্রাইমবার্তা রিপোট:জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের আহবানে কয়েকটি রাজনৈতিক দলের চা-চক্রে আইন শৃংখলা বাহিনীর সদ্যস্যরা বাধা দিয়েছে। তাদের কয়েকজন সদস্য আ স ম আবদুর রবের উত্তরাস্থ বাসভবনের ড্রয়ংই রুমে ঢুকে বৈঠক সংক্ষিপ্ত করতে বলেন।

আ স ম আবদুর রব (ফাইল ফটো)আ স ম আবদুর রব (ফাইল ফটো)

 

কে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্মসাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

আরেকটি সুত্র জানায়, সন্ধ্যায় চা-চক্র অনুষ্ঠানে একে একে সবাই আ স ম আবদুর রবের বাসভবনে আসতে থাকেন। তারা প্রথমে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে থাকেন। এক পর্যায়ে সেখানে আইন শৃংখলায় নিয়োজিত বাহিনীর সদস্য আ স ম আবদুর রবের কাছে জানতে চান এ ধরণের সভার কারণ কি?

আ স ম রব তাদের আশ্বস্থ করে বলেন, বিষয়টি সম্পূর্ণ ঘরোয়া, ব্যক্তিগত। এতে পুলিশ চলে গেলেও কিছুক্ষণ পর এসে বৈঠক সংক্ষিপ্ত করার অনুরোধ জানান।

এ ঘটনায় তাৎক্ষনিকভাবে আ স ম আবদুর রব প্রতিবাদ করলে আইন শৃংখলায় নিয়োজিত সদস্যরা চলে যান। এর পরে চা-চক্রে আগত অনেকে আস্তে আস্তে চলে যান।

জানা গেছে, চা-চক্রে বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদ নেতাদের মধ্যে খালেকুজ্জামান, বজলুর রশিদ ফিরোজ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আ ও ম শফিউল্লাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সুজনের বদিউল আলম মজুমদার প্রমুখ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।