বেনাপোলে ৫টি স্বর্ণবার সহ পাসপোর্ট যাত্রী আটক

ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি :ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ৫টি স্বর্ণবারসহ জালাল আহমেদ সেলিম (৪৪) নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

13
শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দারা তাকে আটক করে।তার পাসপোর্ট নাম্বার অঊ-৭৫৯১৩০৬
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার আব্দুস সাদিক জানান, আটক সেলিম বেনাপোল কাস্টমস চেকপোস্ট’র সকল কাজ শেষ করে ভারতে যাওয়ার আগ মুহূর্তে তাকে দেখে সন্দেহ হয়। পরে তাকে ডেকে নিয়ে কাস্টমসের তল্লাশি রুমে তল্লাশি করে তার আন্ডারওয়্যারের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫টি সোনার বার পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে আর আটক জালাল আহমেদ সেলিমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেলিম শরীয়তপুর জেলার নড়িয়া থানার সেতুমাধব কান্দি গ্রামের ইয়াকুব মুন্সির ছেলে।

 

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।