ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সামছুল ইসলাম আর নেই। তিনি ক্ষমতাসীন দলের অন্যতম নেতা, ভাইরাস জ¦রে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। লক্ষ্মীপুর জেলার আওয়ামীলীগের ত্যাগীনেতা,সাবেক সচিব, জেলা পরিষদের প্রশাসক, বতমান জেলা পরিষদের নিবার্চিত চেয়ারম্যান।
শুক্রবার সকালে ভাইরাস জ¦রে আক্রান্ত হলে সামছুল ইসলামকে প্রথমে আধুনিক হাসপাতালে ভর্তি করেন, পরে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থায় আশংঙ্খা জনক দেখে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নোয়াখালী মাইজদি হাসপাতালে প্রেরন করেন,
শুক্রবার সকাল ৭টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে সামছুল ইসলাম শেষ নিশ^াস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি অন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিলো (৮০) বছর। সদর উপজেলায় বশিকপুর ইউনিয়নের উর্ষিয়া কান্দি গ্রামের বড় বাড়ির মৃত:হাজ¦ী জবেদ উল্যাহ মুন্সী পুত্র।দলীয় সূত্র জানা যায় আজ বিকেল ৫.৩০ মিনিটে সোনা মিয়া ঈদগা ময়দানে জানাযা নামাজ অনুষ্টিত হবে। পরে নামায শেষে তাহাকে পারিবারিক কবরে তাকে দাপন করা হবে।
