: ক্রাইমবার্তা রির্পোটঃ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আর কোনোদিন তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন হবে না। তাই খালেদা জিয়ার আবদার কোনোদিনই পূরণ হবে না। ওই ধরনের সরকারের অধীনে নির্বাচনের প্রশ্নই উঠে না।
শনিবার পাবনা সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী তিনি কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে আর নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন (ইসি)। তাই নির্বাচনে কারচুপির কোনো ভয় নেই। ওই সময় ডিসি-এসপি-ওসিদের শেখ হাসিনার সরকার বদলি করতে পারবে না, তাদের বদলির ক্ষমতা থাকবে ইসির হাতে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ কোনো সময় নির্বাচন বর্জন বা বয়কট করেনি। এরশাদের আমলেও ১৯৮৬ সালে আওয়ামী লীগ নির্বাচন করেছে। তাই বিএনপির ভয়ের কোনো কারণ নেই।
স্বাস্থ্যমন্ত্রী দৃঢ় ভাষায় বলেন, ‘নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে আর সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে।’
পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার জিহাদুল কবীর, সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, সুজানগর পৌর মেয়র আব্দুল ওহাব, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।
পরে স্বাস্থ্যমন্ত্রী পাবনার সিভিল সার্জন কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …