ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি:বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় পৌনে ৩ কেজি সোনার বার সহ রোকসনা বেগম (৩৩) নামে এক বাংলাদেশী মহিলা পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা।
আটক মহিলা ঢাকার ওয়ারী এলাকার আবুল হোসেন কন্যা। তার পাসপোর্ট নং বিজে- ০৪৯৯২১৯।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো: আব্দুস সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড এলাকায় ভারতগামী পাসপোর্ট যাত্রী রোকসনা বেগমকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দেহে ফিটিং অবস্থায় বিশেষ কায়দায় লুকানো পৌনে ৩ কেজি ওজনের ১১ টি সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা জানান।
তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। তবে কিভাবে আটক মহিলা কাস্টম এর তল্লাশী কেন্দ্র পার হয়ে গেল তা নিয়ে গোয়েন্দা সংস্থা গুলো তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।