অবশ্যই রাজের ছবিতে অভিনয় করবো: শুভশ্রী

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গাঙ্গুলীর ব্রেকআপের খবর সবারই জানা। সিনেমা জগতে একসঙ্গে কাজ করতে গিয়ে হঠাৎই প্রেমের বন্ধনে আবদ্ধ হন রাজ-শুভশ্রী।

তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। গত মাসেই তাদের ব্রেকআপ হয়েছে।

রাজ চক্রবর্তী একসময় প্রেম করতেন আরেক নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে। মিমিকে বাদ দিয়ে পরে বেছে নেন শুভশ্রীকে।

ব্রেকআপের পর রাজের আর কোনো ছবিতে দেখা যায়নি মিমিকে।

তাহলে শুভশ্রী কি ভবিষ্যতে রাজের সিনেমায় অভিনয় করবেন? এমন প্রশ্নে নায়িকার জবাব, হ্যাঁ!

শুভশ্রী বলেন, এখনও আমি রাজ চক্রবর্তীর ছবির ফ্যান। নায়িকার চরিত্র পেলে কেন করবো না। হোয়াই নট।

ভারতের একটি ট্যাবলয়েডকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন নায়িকা।

দেব ও জিতের ছবি একসঙ্গে মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, টলিউডে দেব ও জিতের ছবি একসঙ্গে মুক্তি দেয়ার কোনো যুক্তি নেই।

রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের আগে দেবের সঙ্গে সম্পর্ক ছিল শুভশ্রীর।

দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে শুভশ্রী বলেন, দেব আর আমি পাশাপাশি দাঁড়ালে আজও দর্শক আপনা থেকেই বলবে, ওয়াও!

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।