বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলবেন মুশফিক

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আগামী বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
শনিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানায় বিপিএলের গভর্নিং কাউন্সিল।

এ যেন ঘরের ছেলের ঘরে ফেরা। রাজশাহী বিভাগের সন্তান মুশফিক। বিপিএলের প্রথম আসরে দূরন্ত রাজশাহীর হয়ে খেলেছেন তিনি। পরের আসরগুলোতে সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার ও বরিশাল বুলসের হয়ে খেলেছেন এ উইকেট রক্ষক ব্যাটসম্যান।

এদিকে মুশফিকের বিরুদ্ধে কথা বলায় বরিশাল বুলসের মালিককে শোকজ করার কথা জানিয়েছে গভর্নিং কাউন্সিল।

 

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।