ইমরানের ওপর ডিম হামলা

ক্রাইমবার্তা রির্পোটঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় ডিম হামলার শিকার হয়েছেন ইমরান এইচ সরকার।রোববার দুপুর পৌনে ১২টার দিকে সিএমএম আদালতের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলা চালান। এসময় তারা ইমরানের জামিনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরানকে লক্ষ্য করে ছোড়া ডিম তার গাড়িতে লাগে। এসময় দুই একজনকে জুতা ছুড়তেও দেখা গেছে বলে জানিয়েছেন তারা।

পরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।

এসময় ইমরানের বিরুদ্ধে ছাত্রলীগের কর্মীরা নানা স্লোগান দেয়, পাশাপাশি গণজাগরণ মঞ্চের মুখপাত্র যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা না চাইবেন ততক্ষণ তার বিরুদ্ধে আন্দোলন চলবে বলেও জানিয়েছেন মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা।

রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাহ। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা ওই মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। সনাতন উল্লাহ মিছিলে স্লোগান দেন। মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেন আসামিরা। এ ধরনের স্লোগানে মানহানি হয়েছে বাদী দাবি করেন। ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি দায়ের করেছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী।

Check Also

আশাশুনিতে সেনাবাহিনীর হাতে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

আশাশুনি ব‍্যুরো: আশাশুনিতে সেনা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।