রোববার সকালে রামবান জেলার বানিহাল এলাকায় জম্মু-শ্রীনগর সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানায়।
রামবান জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার মোহন লাল জানান, অমরনাথ যাত্রায় অংশ নিতে পুণ্যার্থীরা বাসটিতে শ্রীনগর যাচ্ছিলেন।
বানিহাল এলাকার নাচিলানা সেনা ক্যাম্পের কাছে জম্মু-শ্রীনগর সড়কে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।
এতে এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গভীর শোক জানিয়েছেন।
এর আগে গত সোমবার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে অমরনাথ যাত্রায় অংশ নিতে যাওয়া আট পুণ্যার্থী নিহত ও ডজন খানেক আহত হন।