তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্যারেন্টসডে অনুষ্টিত

মো: আকবর হোসেন,তালা: 51তালা উপজেলায় ১৭ জুলাই সোমবার তেঘরিয়াা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্যারেন্টসডে অনুষ্টিত হয়েছে । উক্ত স্কুলের সভাপতি রাসেদ সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মো: ঈমান উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উক্ত ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম । উক্ত প্যারেন্টসডে প্রায় ৮০জন জন পিতা/মাতা উপস্থিত ছিলেন । উল্লেখ্য উক্ত স্কুলের প্রধান অতিথির বক্তব্যে ইন্সট্রাক্টর মো: ঈমান উদ্দিন বলেন, আজকের দিনে পিতা মাতারা তাদের সন্তানের অগ্রগতি বা অনগ্রসার বিষয়ে মত বিনিময় করবেন । উল্লেখ্য যে,উক্ত স্কুলের ম্যানিজিং কমিটির সাথে শিক্ষকবৃন্দের অনেক দিনের মতবিরোধ ছিলো । ইন্সট্রাক্টর মো: ঈমান উদ্দিন সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে উক্ত সমাস্যার সমাধান করেন । এ বিষয়ে প্রত্যক্ষভাবে সহায়তা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম । আন্তরিক পরিবেশে স্বত:স্ফূর্তভাবে ম্যানিজিং কমিটির সভাপতিসহ সদস্য,অভিভাবক এবং প্রধান শিক্ষক মিলে ৭হাজার ৫শত পঞ্চাশ টাকা বিদ্যালয়ে উন্নয়নের জন্য দান করেন এবং সবাই একসাথে মিলে উক্ত বিদ্যালয়ের উন্নয়নকল্পে কাজ করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন ।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।