রাজাপুরে এবার চাল কুমড়া চুরির অপবাদে শিশু ছাত্রকে নির্যাতন করে খালে ফেলে দেয়ার চেষ্টা

শতাধিক ব্যক্তির আ’লীগে যোগদান
ঝালকাঠিতে আ.লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠিতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শহরের রোনালসে সড়কে শিল্পমন্ত্রীর ঝালকাঠির বাসভবনের সামনে জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তাঁর নিজের সদস্য ফরম পূরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে দলীয় নেতা-কর্মীরা ফরম পূরণ করে সদস্য পদ নবায়ন করেন। এছাড়াও প্রথম দিনে শতাধিক ব্যক্তি নতুন সদস্য ফরম পূরণ করে আওয়ামী লীগে যোগদান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ৭ই মার্চ ই মুক্তিযুদ্ধের রূপরেখা করেছিলেন বঙ্গবন্ধু। সেটাই ছিল প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা। মন্ত্রী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের দলের সদস্য ফরম পূরনের জন্য আহ্বান জানান। ঝালকাঠি জেলা আওয়ামী লীগ জানায়, ২০ টাকা চাঁদায় সদস্য ফরম পূরণ করা হচ্ছে। কেন্দ্রিয় কমিটির পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ কর্যক্রম চলেবে।

রাজাপুরে এবার চাল কুমড়া চুরির অপবাদে শিশু ছাত্রকে নির্যাতন করে খালে ফেলে দেয়ার চেষ্টা
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি31
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের আরুয়া সোনারগাঁও গ্রামে রাজু আহম্মেদ নামে এক শিশুকে পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে গরুর রশি দিয়ে হাত-পা ও চোখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেয়াশলাই জ্বালিয়ে তার হাতের আঙুলে আগুনের ছেঁকাও দেওয়ার ঘটনার রেস কাটতে না কাটতে মাত্র ১৬ দিনের মাথায় এবার উত্তর তারাবুনিয় গ্রামে চাল কুমড়া চুরির অপবাদে সগীর হোসেন (৯) নামে ৩য় শ্রেনীর এক স্কুল ছাত্রকে মারধরের পর খালের তীরে ফেলে পানিকে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। রোববার ১৬ জুলাই সন্ধ্যা এ ঘটনা ঘটে। রাতে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সগীর সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে ও উত্তর তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র। এ ঘটনায় শিশুটির পিতা আব্দুস সালাম রাজাপুর থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেফতার করেছি। শিশু সগীর ও তার বাবা আব্দুস সালাম জানান, রোববার সকালে প্রতিবেশি হাবিবুর রহমান তার কুমড়া গাছ থেকে কিছু চাল কুমড়া কাটেন বিক্রির জন্য। এর মধ্যে একটি চাল কুমাড় চুরি হারিয়ে যায়। তখন কুমড়া মাঁচার পাশের হাটার পথ ধরে স্কুলে যাচ্ছিল সগীর। কুমড়া হারিয়ে যাওয়ার ঘটনায় তাকে চোর সন্দেহ করা হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যার খেলাধূলার পর বাড়ি ফেরার পথিমধ্যে হাবিবুর রহমান (৪০), একই গ্রামের জয়নাল মিয়া ও মামুন মিয়া সগীরকে ধরে নিয়ে বেধরক মারধর করে। এক পর্যায়ে তাকে পার্শ্ববর্তী খালের তীরে ফেলে চুবানোর চেষ্টা শুরু করলে সগীরের চিকিৎসারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। নির্যাতনে শিশু সগীর পায়খানা করে দেয়। চিকিৎসক জানান, সগীরের গলায় ও শরীরে মারধরে আঘাত রয়েছে, শিশুটি এখনও আতঙ্কগ্রসস্থ। রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, চেষ্টা চলছে। অভিযুক্ত হাবিবুর রহমানের মোবাইলে কথা না বলে তার পুত্রবধূ ছনিয়া আক্তার বৃষ্টিকে কথা বলতে বলেন। তিনি দাবি করেন, সগীর কুমড়া চুরি করেছে, এর আগেও তাদের ঘর থেকেও বিভিন্ন জিনিস চুরি করেছে, এ জন্য সামান্য মারধর করেছেু। অভিযোগ উঠেছে, আরুয়া সোনারগাঁও গ্রামে রাজু আহম্মেদ নির্যাতনের ঘটনায় মামলা হলেও ১৭ দিনেও পুলিশ মূল হামলাকারী সজীবসহ কোন আসামীকে গ্রেফতার না হওয়া এবং শিশু নির্যাতনকারীরা গ্রেফতার না হওয়ায় শিশু নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে।

ছবি আছে
ঝালকাঠি শহরের প্রধান সড়ক দীর্ঘ দিন পর সংস্কারের জোর চেষ্টা চলছে
রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
দৈনিক সমকালে সচিত্র প্রতিবেদন সংবাদ প্রকাশের পর দীর্ঘ দিন অবহেলায় পড়ে থাকা ঝালকাঠি শহরের প্রধান সড়কগুলো অবশেষে নতুন করে সংস্কার করা হচ্ছে। এতে করে পৌরবাসীর চলাচলে ভোগান্তি লাঘব হবে। ঝালকাঠি শহরের প্রধান সড়ক গুরুধাম ব্রীজ থেকে সাধনার মোড় পর্যন্ত এর বিভিন্ন স্থানে খানা খন্দে ভরা ছিল। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে চলাচলে অনুপযোগী হয়ে পরত। সমকালে প্রকাশের পর প্রতিবেদনটি কর্তৃপক্ষের নজরে আসায় সড়ক সংস্কার কাজ শুরু হল। এতে করে পৌরবাসীর চলাচলে আর ঘোগান্তি পোহাতে হবে না। পৌরসভা সুত্রে জানা গেছে, বর্তমানে ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় ১৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্দে সাড়ে সাত কিলোমিটার আরসিসি সড়ক সংস্কারের কাজ চলছে। এতে করে সড়কগুলো দীর্ঘস্থায়ী হবে, উচু হওয়ায় পানি জমে থাকতে পারবে না। ইতমধ্যে সাধনার মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের সংস্কার কাজ সমাপ্ত হয়েছে। দ্রুত গতিতে কাজ চলায় নির্ধারিত সময়ের আগেই সড়কের সংস্কার কাজ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। কাজের গুনগত মান ভাল হওয়ায় পৌরবাসীর মধ্যে কোন প্রকারের ক্ষোভ নেই। ঠিকাদার সুত্রে জানাগেছে, রট, ইনপোটের পাথর, সিলেট সেন্ট বালু, ও সিম ওয়ান সিমেন্টসহ উন্নত মানের কাঁচামাল দিয়ে সড়র সংস্কার কাজ করা হচ্ছে। এছাড়াও ভারত থেকে উন্নত মানের শতভাগ বোল্ডার ভাঙ্গা পাথর দিয়ে কাজ চলছে। এর ফলে এই সড়ক দীর্ঘ দিন টেকসই থাকবে বলে ধারনা করা হচ্ছে। ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়ক কাজ করছে। ঝালকাঠি শহরের রিক্সা চালক কালাম হোসেন ( ৪৫) বলেন, ‘ ২০ বছর ধরে আমি এই শহরের রিক্সা চালাই। এত ভাল রাস্তা আগে কখনও দেখিনি। এর আগে ভাঙ্গা রাস্তা দিয়ে রিক্সা চালাতে অনেক কষ্ট হত। এখন আর কষ্ট হবে না।’ ঝালকাঠি শহরের বাসিন্দা মো. এনামুল হক বলেন, ‘ অনেক বছর পরে পৌরবাসী চলাচলের জন্য ভাল সড়ক পেতে যাচ্ছি। কাজের মান ভাল হওয়ায় অনেক দিন টেকসই হবে।’
ঝালকাঠি পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী কাজী মহাসিন রেজা বলেন, ‘ সড়ক সংস্কার কাজের মান ভাল হচ্ছে। বিটুমিন দিয়ে সংস্কার করায় স্থায়ীত্ব বেশি হবে। মেইনটেইনেজ খরজ কম হবে। প্রতি বছর আর সংস্কার করা লাগবে না। কমপক্ষে ১০ বছরে কোন সমস্যা হবে না। এব্যাপারে ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন,‘ পৌরবাসীর চলাচলের জন্য ভাল সড়ক উপহার দিতে পেরে ভাল লাগছে। এই সড়ক সঠিক ভাবে ব্যবহার করতে হবে। অতিরিক্ত ওজন বহনকারি ট্রাক চলাচল বন্ধ রাখতে হবে।’

ক্যাপশন: দীর্ঘদিন পরে ঝালকাঠি পৌরসভার প্রধান সড়ক সংস্কার করা হচ্ছে। ছবিগুলো জেলা প্রশাসন কার্যালয়ে সামন থেকে তোলা।

ঝালকাঠিতে ব্যবসায়ী ও তার ছেলের উপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও প্রবীন ব্যবসায়ী মো. রুস্তম আলী হাওলাদার এবং তার ছেলে আক্তার হোসেনের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বাজারের ব্যবসায়ীরা দিনভর দোকান বন্ধ রেখে রোববার সন্ধ্যায় এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মল্লিক, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, মনোয়ার হোসেন খান পান্নু, আব্দুর রহিম, মজিবুর রহমান, মো. খোকন মল্লিক, কাজী সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসেন সেলিম ও মাধব মিত্র। মঙ্গলবার ( ১১ জুলাই ) রাত সাড়ে ৯ টার দিকে বিনয়কাঠি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিসিআইসি সার ডিলার এসোসিয়েশনের জেলা শাখার সদস্য ব্যবসায়ী মো. রুস্তম আলী হাওলাদার তার ছেলে আক্তার হোসেনকে নিয়ে বাজার থেকে তার বাড়ি ইউনিয়নের কল্যানকাঠি যাবার সময় আলকদিয়া গ্রামের সোমাদ্দার বাড়ি সামনের সড়কে গাছ ও ইট ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে। পরে লোহার রট ও এঙ্গেল দিয়ে অজ্ঞাত দুই যুবক মো. রুস্তম আলী হাওলাদার এবং তার ছেলে আক্তার হোসেনের মাথায় এলোপাথারি ভাবে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।