সরকার দেশের পশ্চাৎ নারীদের এগিয়ে আনার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে
ফিরোজ হোসেন : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি সাফিয়া খাতুন। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের নারীদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। সরকার দেশের পশ্চাৎ নারীদের এগিয়ে আনার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ছুটি, শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি সহ নারী উন্নয়নে সরকারের নানামুখী কর্মসূচী অব্যাহত রয়েছে। আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রদানের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালীকরণে নারীদের ভূমিকা রাখার আহবান জানান তিনি।’ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন কৃক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা শিরিন রোকসানা, শিখা চক্রবর্তী, কামরুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় নেত্রী দিলরুবা জামান শেলী, আনার কলি পুতুল, আফরোজ হাসমত, কহিনুর খান, ইসমত আরা হ্যাপি, সাবিহা সেতু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান (যশোর) লাইজু জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. স.ম গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সদস্য ডা. মুনসুর আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেজুতি, নারী নেত্রী মমতাজুন্নাহার ঝর্ণা, মহিলা নেত্রী জেসমিন আরা চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, শাকিলা ইসলাম জুঁই, মাহফুজা রুবি, পৌর কাউন্সিলর ফারহা দিবা সাথী, অনিমা রাণী ম-ল, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, সাহানা মহিদ, ইসমত আরা, তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা, প্রভাষক সালেহা আক্তার, সোনিয়া পারভীন শাপলা, রোখসানা পারভীন, তৈয়েবা, রওশানারা রুবি, তহমিনা ইসলাম মনি, সুলেখা দাস প্রমুখ। দ্বিতীয় সেশনে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ। দীর্ঘ একযুগ পর একটি পুর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হল। জেলা মহিলা আওয়ামঅলীগের কর্মী সভা জন-সমুদ্রে পরিনত হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে তিল ধরনের ঠাই ছিলনা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …